About Us

গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ ০১-০১-১৯৮৩ ইং, নিম্ন মাধ্যমিক স্বীকৃতিঃ ০১-০১-১৯৯০ ইং, মাধ্যমিক স্বীকৃতিঃ ০১-০১-১৯৯৫ ইং, নিম্ন মাধ্যমিক এমপিওঃ ০১১০-১৯৯৩ ইং, মাধ্যমিক এমপিওঃ ০১-০১-১৯৯৭ ইং, শাখা অনুমোদনের তারিখঃ মানবিক ও বিজ্ঞানঃ ০১-০১-১৯৯৩, ব্যবসায় শিক্ষাঃ ০১-০১-২০১১ ইং, জায়গার পরিমাণঃ ২.০১ একর।

কমিটিঃ নিয়মিত কমিটির মেয়াদ কাল ০২ বছর স্বীকৃতি ০১-০১-২০২২ স্বীকৃতির মেয়াদ কাল ০৫ বছর পরিদর্শনের সর্বশেষ তারিখ ০২- ০৪- ২০২২ পরিদর্শকের নাম ও পদবীর তারিখ বিপ্লব গাঙ্গোলী।
আসবাবপত্রের বিবরণঃ চেয়ার ৪০ টি, টেবিল ৩৭ টি, হাই ব্যাঞ্চ ২০০টি, লো বাঞ্চ ২০০ টি, আলমারি ১৯ টি, সোফা ৫ টি, সিলিংফ্যান ৫২ টি, টেবিল ফ্যান ০২ টি, নলকূপ ০৩ টি, কম্পিউটার ০৪ টি।
টয়লেটঃ (ছাত্র) ০২ টি , ছাত্রী ০৫ টি, শিক্ষক/ শিক্ষিকা ০২ টি।
ভবনের বিবরণঃ ভবনের সংখ্যা ০৪ টি, ১ম তলা ভবন ০২ টি, ২য় তলা ভবন ০১ টি, টিনসেট ০১টি = মোট কক্ষের সংখ্যা ২৬ টি, প্রধান শিক্ষকের কক্ষ ০১ টি, অফিস কক্ষ ০১ টি, শিক্ষক মিলনায়তন ০১ টি, বিজ্ঞানাগার ০১ টি।
বই সংখ্যা ৩০০০ টি, শ্রেণি কক্ষ ১০ টি, কম্পিউটার ল্যাব ০১ টি, মুক্তিযোদ্ধা কর্ণার ০১ টি, ছাত্রাবাস ০৭ টি, ছাত্রী কমন রুম ০১টি, স্টোর রুম ০১ টি। 
উপ-বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা মোট ৫১০ জন, ছাত্র ২০২ জন, ছাত্রী ২৬৮ জন, মেথা প্রাপ্ত মোট ০৩ জন, ছাত্র ০১ জন, ছাত্রী ০২ জন।